শৈশবের স্মৃতি আমার চন্দ্রকোণা

– তালাত মাহমুদ – ব্রিটিশ বিরোধী আন্দোলন-সংগ্রাম আর শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়াচর্চা এবং ব্যবসায়-বণিজ্যের জন্য অবিভক্ত ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমাধীন ঁঁঁঁঁনকলা থানার (বর্তমানে শেরপুর জেলার একটি উপজেলা) প্রসিদ্ধ বাণিজ্যিক কেন্দ্র চন্দ্রকোণার সুনাম ঐতিহাসিকভাবে স্বীকৃত। সেকালের অপ্রতিরোধ্য ব্রহ্মপুত্র নদ হয়ে নৌ-পথে দেশের বিভিন্ন বাণিজ্য নগরী ছাড়াও কোলকাতা এবং ইংল্যান্ডের ডান্ডির সাথে চন্দ্রকোণার সরাসরি বাণিজ্যিক যোগাযোগ ছিল। ময়মনসিংহ- … Continue reading শৈশবের স্মৃতি আমার চন্দ্রকোণা